Sunday, April 19, 2009

রিয়াদে ফারইস্টের মতবিনিময় সভা

গত ১৭ এপ্রিল রিয়াদে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে কসর আল যাহবি কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফারইস্টের জেভিপি শাহজাহান মহিউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন ও ফারইস্টের শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান সাইয়েদ কামালুদ্দীন জাফরী। অন্যান্য কর্মকর্তার মধ্যে উপস্খিত ছিলেন ফারইস্টের জেভিপি দেলোয়ার হোসাইন, এভিপি মোহাম্মদ আলী, এভিপি মাওলানা মোহাম্মদ ইউছুপ, জেড এম মোহাম্মদ ঈছা, জেড এম মোস্তাফিজুর রহমান, জেড এম লুৎফর রহমান, জেড এম সিরাজুল হক মানিক, বি এম আবুল খায়ের প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় কামাল উদ্দিন জাফরী বলেন, বাংলাদেশে ইসলামি বীমার প্রবর্তক ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বীমা জগতে মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। তিনি বলেন, প্রত্যেক মাসে শরিয়া কাউন্সিলের বৈঠকে ফারইস্টের সব কার্যক্রম নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়। শরিয়া কাউন্সিলের কাছে জবাবদিহিতা থাকার ফলে ফারইস্টে কোনো অনিয়মের সুযোগ থাকে না। পারস্পরিক সহযোগিতায় ফারইস্ট ইতোমধ্যে যে সুনাম অর্জন করেছে তা অক্ষুণí রাখতে প্রত্যেক প্রবাসীকে ফারইস্টে বীমা করার আহবান জানান। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক ও বীমার প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্খিত ছিলেন। সিরাজুল হক মানিক রিয়াদ (সৌদি আরব)